রাফসান সাইফ সন্ধি : টাঙ্গাইলের ঘাটাইলে ৯নং সন্ধানপুর ইউনিয়নে ভূমিহীনদের জন্য বরাদ্দকৃত সরকারি খাস জমি থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা। যাদের সরকারি চাকরি, পৈতৃক সম্পত্তি, পাকা বাড়ি আছে তারাই এসব বরাদ্দকৃত খাস জমি পেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এই বিষয়ে ভুক্তভোগী সন্ধানপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মো: আসাদ মিয়া বলেন, আমি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছি। আবেদনপত্রের অনুলিপি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, দুর্নীতি দমন কমিশন, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়, জেলা দুর্নীতি দমন কমিশন, টাঙ্গাইল প্রেসক্লাব, স্থানীয় সংসদ সদস্য, ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান, ঘাটাইলের সহকারী কমিশনার ভূমি, ঘাটাইল প্রেসক্লাব, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৯নং সন্ধানপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রেরণ করেছি।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কুশারিয়া ও গৌরিশ্বর মৌজায় এসব সরকারি জমি যাদের মাঝে বণ্টন করা হয়েছে তাদের প্রত্যেকেই প্রকৃত ভূমিহীন নন। তাদের অনেকের সরকারি চাকরি, পাকা বাড়ি ও পৈতৃক সম্পত্তি রয়েছে।
মোঃ আসাদ মিয়া আরো বলেন, ৯ নং সন্ধানপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তারা মোটা অংকের টাকা ঘুষ গ্রহণ করে এসব জমি পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু বলেন, ঘটনাটি আমাকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মোঃ আসাদ মিয়া প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে প্রকৃত ভূমিহীনরা যেন এসব জমি বরাদ্দ পায়।
এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, অঞ্জন কুমার সরকার বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, যাদের পৈতৃক সম্পত্তি থাকা সত্তেও ভূমি বরাদ্দ পেয়েছেন তাদের কাছ থেকে ভূমি নিয়ে প্রকৃত ভূমিহীনদের মাঝে বরাদ্দ করা হবে।