মোঃ মনিরুজ্জামান হোমনা : কুমিল্লার হোমনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব–১৭) শুরু হয়েছে।বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন কুমিল্লা–২ ( হোমনা– তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে’ র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সেক্রেটারী শাহিনুজ্জামান খোকন যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কায়সার আহাম্মদ বেপারী,
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ,প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী আবদুস সালাম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, নিলখী ইউনিয়নের চেয়ারম্যান,মো.জালাল উদ্দিন খন্দকার,ঘারমোড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ,সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপস্থিত দর্শক সারি থেকে ফুটবল খেলা সম্পর্কে জানতে চাইলে, মোঃ জাহিদ হাসান বলেন, ফুটবল খেলা সমাজের প্রতিটি মানুষের কাছে অত্যান্ত প্রিয় খেলা, তাই উক্ত খেলাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় চালু হওয়ায় স্থানীয় জনগণ অত্যান্ত সাধুবাদ জানান। এবং তারা আরও বলেন যে,খেলা হচ্ছে একটি বিনোদন তাই সঠিক বিনোদন সমাজে না থাকলে সমাজের প্রতিটিস্থরে মারামারি,হানাহানি,মাসক,ইত্যাদি নানাহ কর্ম কান্ড বেড়ে যাওয়ার আসখ্যা থাকে বলে জানা।
উদ্বোধনী খেলায় ঘারমোড়া ইউনিয়ন বনাম নিলখী ইউনিয়নের মধ্যে প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় ২– ০ গোলে নিলখী ইউনিয়নকে হারিয়ে ঘারমোড়া ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।