শুক্রবার , ২৮ মে ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

“এ.ইউ.এস”-এর সহযোগিতায় স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং-২০২১ অনুষ্ঠিত

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৮, ২০২১ ৮:২২ অপরাহ্ণ

এম.এ.সাঈদ (বাবু):  বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সেবামূলক ও সামাজিক সংগঠন “অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস (এ.ইউ.এস)” এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৩ দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং, ২৫ তারিখ থেকে শুরু হয়ে ২৭ তারিখ পর্যন্ত এই ক্যাম্পিং চলে।

এতে স্বাস্থ্য সেবা কার্যক্রমের অংশ হিসেবে স্কুল ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ করে দিচ্ছে এ সংগঠনটি। রক্তের গ্রুপ জেনে রাখা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। কারণ যে কোনো দুর্ঘটনা বা রোগীর প্রয়োজনে রক্তের প্রয়োজন হলে এবং রক্তের গ্রুপ জানা থাকলে রক্ত নেয়া বা দেয়া সহজ হয়। এক্ষেত্রে একজন ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করতে গেলে চিকিৎসা কেন্দ্রে ৫০ থেকে ১০০ টাকা কিংবা ক্ষেত্রবিশেষে তারও বেশি টাকা লাগে। সংগঠনটি স্কুলশিক্ষার্থীদেরকে বিনামূল্যে করে দিচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ।

এ কার্যক্রমে গত দুই দিনে ৪০৭ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ করে দেয়া হয়। তৃতীয় দিনেও ৩৫০ জন এর রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। প্রথম ও তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয় ভূরুঙ্গামারি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান ও অন্যান্য সহকারি শিক্ষক বৃন্দ। দ্বিতীয় দিনে এ কার্যক্রম চলে ছিটপাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম রাসেল ও অন্যান্য সহকারি শিক্ষক বৃন্দ।

পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও স্থানীয় যুবলীগ নেতা মতিউর রহমান (মতি মাস্টার) বলেন এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়-যুবসমাজকে এভাবে এগিয়ে আসা দরকার। সংগঠনের সভাপতি আরাফাত আশিক ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাফিজ বলেন, এগুলোর পাশাপাশি আরো অন্যান্য সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাবে এ সংগঠনটি। সেবামূলক ও সামাজিক এ সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে, তখন থেকে এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম করে আসছে সংগঠনটি।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD