শুক্রবার , ২৮ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

সিরাজগঞ্জে পুলিশ হেফাজতে বৃদ্ধকে নির্যাতন, ওসির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ২৮, ২০২১ ৯:৫০ অপরাহ্ণ

মাসুদ রেজা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে  বর্বরোচিত নির্যাতনের অভিযোগ  এনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন থানার ওসি দীপক কুমার দাসের বিরুদ্ধে ভুক্তভোগী সাইফুদ্দিন প্রামানিক (৭০) নামে এক বৃদ্ধ।
মামলার বিবরন সূত্রে জানা যায়, প্রায় ১০ মাস পূর্বে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বতবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বিবাদীগনকে থানায় আসতে বলেন ওসি দীপক কুমার দাস। কিন্তু ঐ রাতে বিবাদীগন থানায় না আসার কারণে ওসি দীপক কুমার দাস ক্ষিপ্ত হন । শুরু হয় পুলিশি অভিযানের নামে বিবাদী গনদের প্রতিরাতে পুলিশি হয়রানি। ওসির হয়রানি হতে বাঁচতে থানায় গেলে টাকার বানিজ্য করতে থাকে পুলিশ।
টাকা না পেলে বতবাড়ী গ্রামে পুলিশি অভিযানের নামে বিভিন্ন বাড়ীতে রাতে প্রবেশ করিয়া ভাংচুর সহ নগদ টাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায় এবং একাধিক ব্যাক্তিকে মামলা ছাড়াই গ্রেপ্তার করিয়া থানায় নিয়ে ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন করে। মোটা অংকের টাকা নিয়ে ছারিয়া দিয়েছে বলে অভিযোগ করেন।
 উক্ত নির্যাতনের বিষয় নিয়ে ভুক্তভোগী গ্রামবাসী সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিকট সকল নির্যাতনের বিবরন তুলে ধরেন। বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে এই সংবাদটি প্রকাশিত হলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে ওসি দীপক কুমার দাস।
 সাংবাদিকদের নিকট স্বাক্ষাতকার দেয়া ব্যাক্তিগনকে একে একে ধরে নিয়ে নির্যাতন করে নতুন নতুন মামলা দিয়ে জেল হাজতে পাঠাতে থাকেন। মামলার বাদী বৃদ্ধ সাইফুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে কোন মামলা নেই। তবে আমি সাংবাদিকদের কাছে পুলিশি হয়রানির কথা বলেছিলাম এটাই আমার অপরাধ।
তাই গত ২৪ মে রাতে উল্লাপাড়া থানার ৪/৫ জন সাদা পোশাকে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যায়।  আমি শ্বাস কষ্টের রোগী  আমাকে ২ এসআই হাত ধরে রাখে আর ওসি নিজে আমাকে ব্যাপক হারে মারতে থাকে আর বলে তােকে সংবাদ সম্মেলনে কথা বলার সাধ মিটাই আগে। লোহার পাইপ দিয়ে আমাকে ইচ্ছা মতো পিটায় ওসি। আমি ওসিকে বলি, আমি আপনার বাবার বয়সের আমাকে আর মারবেন না, তিনি কোন কথা না শুনে এই বদ্ধ বয়সে আমাকে এমন করে মারধর করলে আমি অনেক অসুস্থ হয়ে পরি। পরে আমাকে রাতেই উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। সেখানে ডাক্তাররা বলে কোন মানুষ এই বৃদ্ধ মানুষকে এ ভাবে মারতে পারে? ওসি মানুষ না অন্যকিছু্।
ওসির এই নির্যাতন আমার দু’হাতের তালু, মাথায়, ডান হাত, গলার পিছনে, তলাপেট, পিঠ এবং দুই কান মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে জখম আর ব্যাথায় থাকতে পারছিনা। এরপর ২৫ মে আমাকে চাঁদাবাজী মামলা দিয়ে বিজ্ঞ আদালতে চালান করে দেয়।
 আদালত আমার অবস্থা দেখে ও জবানবন্ধি নিয়ে আমাকে জামিন দেন এবং শারীরিক অবস্থা অবনতি দেখে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করতে বলেন। আমি একটু সুস্থ হলে হাসপাতাল থেকে সার্টিফিকেট তুলে বৃহস্পতিবার  (২৭ মে) সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা আমলী আদালতে হাজির হইয়া এই মামলা দায়ের করি।
আমি এই ওসির উপযুক্ত শাস্তি  চাই। বাদী পক্ষের আইনজীবি মোরশেদুল ইসলাম ও নিখিল কুমার ঘোষ জানান, বাদীর দায়ের করা মামলাটি বৃহস্পতিবার বিজ্ঞ আমলী আদালতে উপস্থাপনের পরে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মোঃ আসাদুজ্জামান মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ঘটার মধ্যে বাদীর শারীরিক পরিক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের রেজিষ্টার্ড চিকিৎসার নির্দেশ দেন এবং বাদীর পক্ষের আইনজীবি পৃথক দরখাস্তে ঘটনার জুডিসিয়াল তদন্ত দাবী করার কারণ, বাদীর বক্তব্য ও দাখিলকৃত কাগজাদি পর্যালোচনায় দরখাস্তটি জুডিসিয়াল তদন্তের জন্য গ্রহন করেন এবং আদালত নিজেই অত্র দরখাস্তটি তদন্ত করবেন বলে আদেশ দেন।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে অনেক আগের একটা মামলা ছিলো। তাকে সেই মামলাতেই গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমি কিংবা আমার কোন পুলিশ তাকে শারীরিক বা মানসিক নির্যাতন করেনি। আদালত তদন্ত করলে সঠিক ঘটনা বের হয়ে আসবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD