মোঃশরীফ হোসেন : জমির শুধু দখলেই মালিক হওয়া যায় না দরকার হয় কাগজপত্র।সেই কাগজপত্র না থাকলে জমির মালিক সরকার থাকে,ব্যক্তির মালিক হওয়ার সম্ভাবনা কমে যায়।
আজ লক্ষীপুর জেলা শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।এতে লক্ষীপুর পৌর শহরের চকবাজার এলাকায় অভিযান চালানো হয়।যে সব দোকানের কাগজপত্র ঠিকঠাক আছে সেগুলো ঠিক রেখে যেগুলোর কাগজপত্র সঠিক নয় তা ভেঙ্গে দেওয়া হয়।
আজ জেলা ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে সকাল হতেই এই অভিযান পরিচালিত হয়।
পৌরশহর লক্ষীপুরের চকবাজার এলাকায় সকাল হতে দুপুর পর্যন্ত প্রায় ৩০ টি দোকানের কাগজপত্র পরীক্ষা করে বেশির ভাগ দোকানের অবস্থান নির্ধারণ করা হয়।যাদের কাগজপত্র সন্দেহজনক তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সঠিক কাগজপত্রসহ হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এ সময় চকবাজার এলাকার অন্তত ১২ টি দোকান গুঁড়িয়ে দেয়া হয়।
উপস্তিত দোকান দখলদার মালিক পক্ষের সাথে কোন সমঝোতার সু্যোগ না থাকায় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট এর নির্বাহী আদেশে এ ১২ টি দোকান ভেঙ্গে ফেলা হয়।
এসময় ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট বলেন,যারা সরকারের জমিতে অবৈধভাবে দোকান করছে তাদের সব স্থাপনা নিশ্চিহ্ন করে দেয়া হবে।কোন হুমকি ধমকিতে সরকারের এ পদক্ষেপ ভেস্তে যাবেনা।তিনি দোকান মালিকদের সঠিক কাগজপত্রসহ অবস্থান করার পরামর্শ প্রদান করেন।