মাসুদ সরকার : নওগাঁর ধামইরহাটে শত্রুতার জের ধরে রাস্তা কেটে চলাচলের বাঁধা দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদনপুর গ্রামে। এ ব্যাপারে ভুক্তভুগিরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উপজেলার দাদনপুর গ্রামে ১৫ বছরের পুরনো রাস্তা কেটে ১২ পরিবারের চলাচলের বাঁধা প্রদান করেন। থানায় অভিযোগ সুত্রে জানা যায়, দাদনপুর গ্রামের শামছুল আলম (৫০), পিতা মৃত খাদেমুল ইসলাম, মাহফুজার রহমান (৫০), আবু বক্কর সিদ্দিক (৪৫), ওয়াদুদ হোসেন (৪০) সর্ব পিতা সাইদুল ইসলাম। আতোয়ার রহমান (ভুন্ডল) পিতা মৃতৃ জমির উদ্দিন, শাকিল শাহরিয়ার, পিতা আতোয়ার রহমান হঠাৎ করে ২৯ মে সকাল ৮ টায় লাঠি-সোঁটা নিয়ে যোগসাজসে এসে দাদনপুর উত্তর পাড়ায় নির্মান কৃত দীর্ঘ দিনের পুরনো রাস্তাটি কেটে ফেলে।
ফলে রাস্তাটি একিবারেই চলাচলের অনউপযোগী হয়ে উঠেছে। ওই রাস্তায় ইতোপূর্বে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রকল্পের মাটি কেটে রাস্তাটি সচল ও পানি নিস্কাসনের জন্য কালভাট নির্মান করা হয়। রাস্তাটি দিয়ে ১২ টি পরিবারের লোকজন ১৫ বছর ধরে চলাচল করে আসিতেছে। ভুক্তভোগিরা সঠিক বিচার চেয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।