রাফসান সাইফ সন্ধি : টাঙ্গাইলের ঘাটাইলে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২৮ মে ২০২১ (শুক্রবার) বিকালে ইউনিটির নিজস্ব কার্যালয়ে সাপ্তাহিক যোগধারা পত্রিকার ঘাটাইল উপজেলা প্রতিনিধি মোঃ রাহাতুজ্জামান সরকার কে সভাপতি এবং দৈনিক দেশ সেবা পত্রিকার ঘাটাইল উপজেলা প্রতিনিধি রাফসান সাইফ সন্ধি কে সাধারণ সম্পাদক করে সকলের সর্বসম্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ আবু সোয়েব ডন ( দৈনিক প্রথম বেলা), সহ-সভাপতি নজরুল ইসলাম (Q-TV), সহ-সভাপতিঃ সাইদুর রহমান রফিক ( দৈনিক আমার বার্তা), যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়ামিন হাসান ( সত্যের সন্ধানে প্রতিদিন), মোশাররফ (দৈনিক মুক্ত আলো), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ (দৈনিক জনতার অধিকার), দপ্তর সম্পাদক (দৈনিক দেশচিত্র), অর্থ সম্পাদক মেহেদী হাসান মোস্তফা (সংবাদ বাংলাদেশ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আরমানুল ইসলাম তালুকদার (সোনালী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম (সাপ্তাহিক যোগধারা), মহিলা বিষক সম্পাদক আঁখি আক্তার স্নিগ্ধা (A-TV), সমাজ কল্যাণ সম্পাদক সানোয়ার হোসেন (সংবাদ বাংলাদেশ), সদস্য রোকন তালুকদার (দৈনিক এই বাংলা), হাদি চমকদার (৭১ বাংলা), খাইরুল খন্দকার (দৈনিক সমাচার), আরিফুল ইসলাম (Q-TV)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরসভার মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)।ঘাটাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষনা।
গতকাল ২৮/০৫/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার ঘাটাল রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গের রাহতুজ্জামান সরকার (রাহাত) কে সভাপতি ও রাফসান সাইফ সন্ধি কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য এর কমিটি ঘোষনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য এ উপজেলা চেয়ারম্যান জ্বনাব শহিদুল ইসলাম লেবু বলেন, ন্যায়ের পথে থেকে বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বিশেষ অতিথি ঘাটাইল পৌরসভার মেয়র জ্বনাব শহীদুজ্জামান খান( ভিপি শহীদ) বলেন,একপেশে সংবাদ এবং কারো প্রতি রাগ-ক্ষোভের বশবতী হয়ে সংবাদ পরিবেশন করা যাবেনা। পরে পৌর মেয়র কমিটি ঘোষনা করেন।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান (ভিপি খলিল), ঘাটাইল ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমান তালুকদার, ঘাটাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ জাহান কাজী, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান মিঞা, ঘাটাইল সরকারি কলেজের ভিপি মোঃ আবু সাইদ (ভিপি রুবেল) প্রমুখ।