সুজন বিষ্ণুঃ রাজবাড়ী সদরে ট্রেনে কাটা পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম লথু বিশ্বাস (৫০)। তিনি গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাসিন্দা।আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের ভাদাইল্যেপুল এলাকায় আন্তনগর মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি।
স্থানীয় কিছু বাসিন্দা বলেন, লথু সকালে ভাদাইল্যেপুল এলাকায় রেললাইনের পাশে পাটখেতে নিড়ানি দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রোদে কাজ করে ক্লান্ত হয়ে পড়লে রেল লাইনের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রেন এলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, ‘আন্তনগর ট্রেনটি রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছিল। দুর্ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে থানার পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’