আহম্মেদ কবীর সিকদারঃ কক্সবাজার জেলার সাগর কন্যা দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ঘূণিঝড় ইয়াসের কারণে বেড়িবাঁধ ভেঙ্গে বিলীন হাওয়াতে কুতুবদিয়ার একমাত্র পর্যটকদের আর্কষনীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্র সাগরে হারাতে চলেছে।বেড়িবাঁধে এক অংশ ভাঙ্গান এবং উপরে থাকা জিয়োব্যাগ পানির ঢেউয়ের কারণে স্রোতে সরে যাওয়াতে একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের খুটি গুলো । এতে যেকোন সময় বিলীন হতে পারে এই বিদ্যুৎ কেন্দ্রটি।
এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পর্যটক আসে এবং কুতুবদিয়ার বাহিরে থেকে ও অনেক পর্যটক এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে আসে এই পর্যটক এলাকাকে রক্ষা করতে চাইলে টেকসই বেড়িবাধঁ অবশ্যই প্রয়োজন বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।এই বিষয়ে কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক অফিসার আবুল হাসনাত রায়হান বলেন, সাগরের পানিতে বেড়িবাঁধ বিলীন হাওয়াতে সরাসরি জোয়ােরর পানি বিদ্যুৎ কেন্দ্রে চলে আসে এতে খুটির নিচে থেকে বলি সরে যাওয়াতে ১০/১২ টি খুটি মাটিতে পড়ে গেছে। হেড অফিসে জানিয়েছি নির্দেশনা আসলে কাজ শুরু করব।