গোবিন্দগঞ্জপ্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৮ দিন বয়সের কন্যা সন্তান কোলে নিয়ে মেম্বার চেয়ারম্যান এর দ্বারে দ্বারে ঘুরেও মিলল না যত্ন প্রকল্পের কার্ড শিরোনামে সংবাদ টি বিভিন্ন পত্রিকা ফেসবুক সহ সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সরকারি ভাবে এখনও কেউ এগিয়ে না এলেও ওই পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এক সৌদি প্রবাসী। জয় হোক মানবতার।
জানা গেছে উক্ত সংবাদ টি ফেসবুকে দেখে সৌদি প্রবাসী জিয়াউর রহমান আবেগে আপ্লুত হয়ে সাহায্য করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান সরকার কে ম্যাসেজ দেয়। এরই ধারাবাহিকতা আজ বুধবার সকালে সৌদি প্রবাসী জিয়াউর রহমানের পক্ষ থেকে তার ভাই সোহরাব মিয়ার মাধ্যমে জেসমিন-সাদা মিয়ার অসহায় পরিবারের মাঝে নগদ ৬০০০/ টাকা তুলে দেন।
জিয়াউর উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
এ সময় স্থানীয় সাংবাদিক মিজানুর সরকার সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।।সৌদি প্রবাসী জিয়াউর মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, তিনি ফেসবুকে দেখে সিদ্ধান্ত নেন সহায়তা করার জন্য। তিনি আরো বলেন, প্রতি মাসে ৩০০০/ টাকা করে ৬ মাসের জন্য এ টাকা প্রদান অব্যাহত থাকবে।।এদিকে সৌদি প্রবাসী জিয়াউর রহমানের সাহায্য পেয়ে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন সাদা মিয়ার পরিবার।
সাদা মিয়া সাংবাদিক সহ জিয়াউর রহমানের জন্য দোয়া করেন।