জেলা প্রতিনিধিঃ বৈদ্যুতিক মিটার মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে তৈয়ব আলী (৪৪) ও হাকিম উদ্দিন (৫৭) নামে ০২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বাঁচানোর চেষ্ঠা করতে গিয়ে আহত হয়েছেন নিহত তৈয়ব আলীর স্ত্রী মোছাঃ জামেনা বেগম।
নিহত ব্যক্তিদ্বয় হলেন নাগরপাড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে মোঃ তৈয়ব আলী (৪৪) ও মৃত ইসলাম উদ্দিনের ছেলে মোঃ হাকিম উদ্দিন (৫৭)। নিহতরা দু’জনই একই গ্রামের বাসিন্দা। ঘটনার সুত্রে জানা যায় শুক্রবার (২৮ মে) দুপুরে বিদ্যুৎ না থাকায় তৈয়ব আলীর বাড়ীতে তারা মিটার মেরামতের কাজ করতেছিলেন।
হঠাৎ বিদ্যুৎ আসলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগম তাদেরকে বাঁচানোর চেষ্ঠা করতে গেলে তিনিও আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে গুরুতর অবস্থায় তাদেরকে উলিপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষনা করেন ও নিহত তৈয়ব আলীর স্ত্রী জামেনা বেগমকে চিকিৎসা প্রদান করেন।
উলিপুর সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাঈদুল ইসলাম জানান শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট তিনজন রোগীকে নিয়ে আসেন কিছু লোক। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হাসপাতালে পৌছার পুর্বেই হয়, বাকী একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল। উলিপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে
একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।