সাকিব খানঃ মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে কৃষি জমি ভরাট হয়ে যাচ্ছে। বিভিন্ন গনমাধ্যমে নিউজ হওয়ার পর ও থামছে না ফসলি জমি ভরাট।ক্ষতিগ্রস্ত উপজেলা কৃষকরা ।মালপদিয়ার কৃষক জামান হাওলাদার (৪৭) বলেন অন্যের জমিতে চাষ করে জীবন চালাই এভাবে জমি ভরাট হয়ে গেলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। জমি ভরাট হয়ে গেলে খালের পানি এক জমি থেকে অন্য জমিতে যাওয়া বন্ধ হয়ে যাবে ফলে জমির ফসল উৎপাদন কমে যাবে। জমির ফসল নষ্ট হবে। আমাদের কৃষকদের অনেক ক্ষতি হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার বলেন কৃষি জমি ভরাট এর কারণে খাদ্য উৎপাদন কমে যাবে। কৃষি খাতে প্রভাব পরতে পারে।উপজেলা নিবার্হী কর্মকর্তা ফয়েজুর ইসলাম বলেন আমরা আইন গত ব্যবস্থা নিচ্ছি এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানার আওতায় নিয়ে আসছি । জরিমানা করে ফসলি জমি ভরাট বন্ধ করা সম্ভব না কৃষকদের সচেতন হতে হবে । তিনি কৃষিকদের সচেতন হওয়ার আহ্বান জানান।