রবিবার , ৩০ মে ২০২১ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

পাবনায় শ্যামলী ফুড কারখানায় অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৩০, ২০২১ ৮:২৫ অপরাহ্ণ

জাহিদুল ইসলাম নিক্কন: পাবনা পৌরসভার শালগাড়িয়ায় স্কয়ার স্কুলের পাশে মেসার্স শ্যামলী ফুড প্রােডাক্ট কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । শনিবার ( ২৯ মে ) বিকাল দুইটার দিকে গােপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন । পুলিশ সূত্রে জানা যায় , মেসার্স শ্যামলী ফুড প্রােডাক্ট কারখানায় সর্বমােট ১১ টি প্রােডাক্ট তৈরি করেন তারা । যার মধ্যে ৪ টি প্রােডাক্টের কাগজপত্র ঠিক আছে । অবশিষ্ট ৭ টি প্রােডাক্টের কোনাে কাগজপত্র নাই ।

 

এ সময় শ্যামলী ফুড প্রােডাক্ট কারখানায় ম্যানেজার শাহরিয়ার কনক ৭ টি প্রােডাক্ট শ্যামলী টেস্টি স্যালাইন , ওরাল স্যালাইন , হজমি ট্যাবলেট , ভিটাসি , শ্যামলী মুড়ি , শ্যামলী ট্যাঙ ভিটা , লাচ্ছা সেমাই , এর কোনাে কাগজপত্র দেখাতে পারেননি। অন্যান্য প্রােডাক্টের কাগজপত্র না থাকায় পরিবেশ নােংড়া , অস্বাস্থ্যকর হওয়ায় নির্বাহী ম্যাজিসেট্রট এসি ল্যান্ড মােছা . রােকসানা মিতা ভােক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাে রােকনুজ্জামান , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাে: নাসিম আহমেদ , আইসি সদর ফাঁড়ি মাে . আবুল কালাম প্রমুখ।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD