রবিবার , ৩০ মে ২০২১ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ে ২৫টি দোকান ছাই।

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৩০, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ

মোঃইব্রাহিমঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে আগুন লেগে ২৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।তবে এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ছয়ানী মধ্য বাজারের আকবরের কসমেটিকসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।স্থানীয়রা জানায়, ওই দোকানের আগুন মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় বাজারে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় বাজারের মুদি, কসমেটিকস, ফার্মেসি, চা দোকানসহ অন্তত ২৫টি দোকান পুড়ে যায়। কয়েকটি দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করলেও বেশির ভাগই পুড়ে গেছে।চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বৈদুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD