অলোক মজুমদারঃ বাগেরহাট জেলার চিতলমারীর বাখরগঞ্জ বাজারের দৃশ্য এটি।বিদ্যুতের তারের ঝুকিতে রয়েছে ২৬টি দোকান।ঝড় বা জোরে বাতাস হলেই তারগুলো টিনের চালের উপর আছড়েপরে ।আমাদের ভয়ে থাকতে হয় সব সময়।দরখাস্ত করেও কোন প্রতিকার পাইনি এমন তথ্য আবুল খায়েরের।
আবুল খায়ের সহ ভূক্তভোগী অনেকে বলে ২৬টি দোকানের উপর থেকে বিদ্যুতের তার সরানোর জন্য আবেদন করা হয়েছিলো কিন্তু সমাধান পাইনি।প্রতিক্ষন আতঙ্কে থাকি বিদ্যুত নিয়ে।যেন বেঁচে মরে থাকা। পল্লী বিদ্যুৎ চিতলমারী জোনের সহকারী জেনারেল ম্যানেজার কাউছার আহম্মেদ জানান,৫বছর আগে দরখস্ত করে ছিলো।তার পরে কোনো যোগাযোগ নেই।১৬মে নতুন আবেদন করায় আমরা তার সরানোর জন্য নতুন নকশা করেছি।খুব শিগ্রহী তার সরানো হবে।