রবিবার , ৩০ মে ২০২১ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেলের লাশের সন্ধানে ৯ মাস ধরে মাটি খুঁড়ছেন বাবা

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৩০, ২০২১ ৯:৩১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে গত বছরের আগস্টে একদল লোকের হাতে অপহৃত হন এক ভারতীয় সেনা। পরিবারের বিশ্বাস, তিনি আর বেঁচে নেই। তবে এই সেনাসদস্য ছেলের লাশের সন্ধান পেতে ৯ মাসেও হাল ছাড়েননি তার বাবা। এই বাবার নাম মনজুর আলী ওয়াগে। অপহরণের সংবাদ শোনার পরের দিনই পুলিশ তার ছেলের গাড়ির পোড়া অংশ উদ্ধার করে। সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরেই একটি আপেল বাগানের ভেতরে ছেলের বাদামিরঙা রক্তমাখা, ছিন্নভিন্ন শার্ট পাওয়া যায়। ২০২০ সালের ২ আগস্ট হিমালয়ের জেলা শোপিয়ানে ২৪ বছর বয়সী শাকির মনজুর নিজের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আসেন।

 

পরিবার জানায়, কাশ্মীরি মুসলিম শাকির ভারতীয় সেনাবাহিনী থেকে নিজের মূল ক্যাম্পে ফিরছিলেন। সেখান থেকে ১৭ কিলোমিটার দূরবর্তী একটি স্থানে একদল বিদ্রোহী তার গাড়ি আটকায়।ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, শাকিরের ছোটভাই শাহনেওয়াজ মনজুর জানান, ‌‘বিদ্রোহীরা গাড়ির ভেতরে জোর করে ঢুকে পড়ে এবং তাকে নিয়ে গাড়িটি চালিয়ে চলে যায়।’ এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।এরপর শাহনেওয়াজ মোটরবাইকে বাড়ি ফেরার সময় উল্টোদিক থেকে শাকিরের গাড়িকে আসতে দেখেন। তখন গাড়িভর্তি ছিল অচেনা লোক। বাইক থামিয়ে শাহনেওয়াজ চিৎকার করে বলে ওঠেন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ উত্তরে তার ভাই বলেন, ‘আমার পেছনে পেছনে এসো না!’

শাকিরের জামাকাপড় যেখানে পাওয়া যায়, সেখান থেকে শুরু করে ৫০ কিলোমিটার পর্যন্ত সবুজ বাগান, ঝরণা, ঘন জঙ্গল ও গ্রামে তন্নতন্ন করে খুঁজেও তার হদিস পাওয়া যায়নি।শাহনেওয়াজ তার বাবাকে সাহায্য করতে গতবছরই আইনের পড়াশোনা ছেড়ে এসেছেন। তারা ভাড়াটে খননকারী এনে হিমালয়ের পাদদেশীয় হিমবাহ, ছোট নদীগুলোতেও সন্ধান চালিয়েছেন। এমনকি তাদের প্রতিবেশীরাও কোদাল, শাবল হাতে তাদের সঙ্গে বিভিন্ন স্থানে শাকিরের লাশ খুঁজতে বেরিয়েছেন।

শাকিরের নিখোঁজ হওয়ার কিছুদিন পরেই তার পরিবার একটি লাশ খুঁজে পায়। কিন্তু পরে দেখা যায়, সেটি গ্রামের একজন প্রবীণ ব্যক্তির লাশ এবং তিনিও বিদ্রোহীদের হাতে খুন হয়েছেন। তবে স্থানীয় পুলিশ দিলবাগ সিং দাবি করেন, শাকিরকে খোঁজার কার্যক্রম এখনো চলছে; যদিও তিনি তদন্তের ব্যাপারে কিছুই জানাতে রাজি হননি।সংবাদমাধ্যম বিবিসিও সিং এবং কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছে।স্থানীয় আইন অনুযায়ী, নিখোঁজ হবার সাত দিনের মধ্যে সন্ধান না মিললে তাকে ‘মৃত’ ঘোষণা করা হয়। সন্তানের এমন করুণ পরিণতি দেখে অপমানিত বোধ করছে ওয়াগের পরিবার।

ওয়াগে আক্ষেপ করে বলেন, ‘আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। সে যদি সেনাবাহিনীতে যোগ দিয়ে থাকে, তাহলে সরকার তা জনসম্মুখে বলুক। আর যদি সেনাদের হাতেই মারা যায়, তাহলে তার শহীদ হওয়াকে তারা কলঙ্কিত করছে কেন?’কাশ্মীরে বিরামহীন সংঘাতের মধ্যে প্রায়ই কোনো না কোনো ব্যক্তির নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। সেখানে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়ে গত ২০ বছরে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছেন।কিন্তু সেনাবাহিনীর হাতে কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং মূল শহর শ্রীনগর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত শোপিয়ান শহরেই একজন সেনা সদস্যকে গুম করা বেশ দুঃসাহসিক কর্মই বলা চলে।

পরিবারের কোনো সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগ দেওয়ায় কাশ্মীরের বহু পরিবারকেই পড়তে হয় উভয় সংকটে। মধ্যবিত্ত কৃষক ওয়াগের দুর্দশা যেন এরই প্রতিফলন।শুধু তাই নয়, এসব পরিবারকে সমাজ থেকে একঘরে করে দেওয়ার মতো হুমকিও দিয়ে থাকে স্থানীয় লোকজন। অনেকেরই ধারণা, ভারতীয় সেনাবাহিনী কখনোই তাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে না। ওয়াগে জানালেন, তিনি তার ছেলেকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু শাকির তার কথা শোনেননি; কারণ তিনি হিন্দু-মুসলিমের মধ্যে ভেদাভেদ করতেন না।

ছেলের সন্ধান করতে করতে ক্লান্ত ওয়াগে ও তার পরিবার এখন মাজার ও হুজুরদের কাছে ধর্ণা দিচ্ছেন এই আশায়, অলৌকিক ক্ষমতাসম্পন্ন কোনো ব্যক্তি হয়তো তার ছেলের মৃতদেহের সন্ধান দিতে পারবেন।কিন্তু শাকিরের মা আয়েশা বললেন, ‘আমি এসব পীর-ফকিরের ওপর আস্থা হারিয়ে ফেলছি।’ ওয়াগে ক্ষোভের সঙ্গে বলেন, ‘যেখানে শাকিরের কাপড় পাওয়া গেছে, ফকির সেখানে লাশ খুঁজতে বলেছেন। কিন্তু আমরা সেখানে বহু আগেই খুঁজেছি।

 

আয়েশা ওয়াগে আরও বলেন, ‘কাশ্মীরের এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত এমন কোনো ফকির নেই, যার সঙ্গে আমরা কথা বলিনি। আমার মেয়েরা তাদের গয়না পর্যন্ত দান করে দিয়েছে দরগায়। আমরা হাল ছাড়ব না।’শাকির মনজুরের বাবা ওয়াগে জানালেন, যখনই নতুন কোনো উৎস পাবেন, তিনি আবার মাটি খনন শুরু করবেন।তিনি বলেন, ‘ওর রক্তমাখা শার্ট যেদিন পেলাম, সেদিনই বুঝেছি সে আর বেঁচে নেই। আমরা ওর শেষকৃত্যও করেছি। কিন্তু যতদিন বেঁচে থাকব, আমি আমার ছেলেকে খুঁজব।’

সুত্রঃ বিবিসি

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

আজ থেকেই বাড়‌তি টো‌লে বঙ্গবন্ধু সেতুতে চলবে যানবাহন ।

নিজের জালেই আটকা পড়লো বিশ্বজিৎ শর্মা

কিশোরগঞ্জে নতুন করে ১৩১জন করোনায় আক্রান্ত মৃত্যু ৫জন।

বেনাপোল কাস্টমসের ২০ কেজি স্বর্ণ চুরির মামলায় কর্মকর্তাসহ ৭ জনের নামে চার্জশিট

ঈশ্বরগন্জ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রকৃতিক দূর্যোগে সর্বাগ্রে জনগনের পাশে থাকবে বিএমপি বরিশাল (পুলিশ কমিশনার)

বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিলো বলেই বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্থান হয়েছে—শফিক চৌধুরী

রডবাহী নছিমন উল্টে গিয়ে মৃত্যু এক, আহত ৩

কোর্টে আইনজীবীদের কক্ষের তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ ৬০০ নথি চুরি

বদলগাছীতে ৫৩তম মহান স্বাধীনতা দিবস পালিত

Design and Developed by BY AKATONMOY HOST BD