রবিবার , ৩০ মে ২০২১ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

চাঁপাইনবাবগঞ্জের লকডাউন সফল হয়েছে: আরও বাড়তে পারে কঠোর লকডাউন

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
মে ৩০, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ

হাসেম আলী হৃদয়ঃ করোনা সংক্রমন হার বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের বিশেষ লকডাউন ঘোষনার আজ লকডাউনের ৬ষ্ঠ দিন চলছে। পুলিশসহ উপজেলা প্রশাসন শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে, শিবগঞ্জ উপজেলাসহ জেলায় লকডাউন বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।লকডাউন বাড়ার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত নিয়ে ঘোষণা হবে বলেও প্রশাসন সূত্রে জানা গেছে।
গতকাল রবিবার উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। শিবগঞ্জ উপজেলাতে যানবাহন না চলায় পথঘাট অনেকটায় ফাঁকা, রাস্তার মোড়ে মোড়ে ও ওলি-গলিতে বাঁশ বেধে বেরি কেট দিয়েও লকডাউন চলছে, যাতায়াত বন্ধ, কাগজে  লিখে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধুমাত্র আম পরিবহনের সাথে সংশ্লিষ্ট ছোট ভ্যান বা অটোরিকশা, ঔষধ, খাদ ও রোগী বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল রয়েছে।
এছাড়াও সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পন্যবাহী ট্রাক ছাড়া অন্য কোন ভারি যানবহন চলাচল করছে না। তাছাড়া জেলার ১২টি ভ্রাম্যমান আদালত অংশ হিসাবে শিবগঞ্জে সর্বত্রে অভিযান অব্যাহত রয়েছে। রবিবার শুধু শিবগঞ্জে অভিযান চালিয়ে ১টি মামলায় ১
হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।এছাড়া লকডাউনকে সফল করতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাইকিং ও গ্রাম পুলিশের অভিযানও অব্যহত রয়েছে।সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ এস.আই জাফর ইকবাল জানান, রবিবার ভারত থেকে ৩জন বাংলাদেশী প্রবেশ করেছেন। সূত্র মতে ওই ৩জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তাদের বাসার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের একই পরিবারের সদস্য।
অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস এর সহকারী কমিশনার মুমিনুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দরে যথারীতি স্বাস্থ্য বিধি মেনে কাজকর্ম চলছে। সোনামসজিদ স্থলবন্দরের কোন কর্মকর্তা ও কর্মচারীর কোন করোনা পজেটিভ নেই। সরকারী নির্দেশনা মোতাবেক স্থলবন্দর খোলা রাখা হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী জানান, উপজেলায় লকডাউন সফল হয়েছে। লকডাউন চলাকালে যারা আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জানান, ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। এ পর্যন্ত শিবগঞ্জ উপজেলায় ৮জন সহ জেলায় মারা গেছেন ৩২জন এবং শিবগঞ্জে আক্রান্ত ৩৮৬জন সহ জেলায় মোট ১৭২৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন শিবগঞ্জে ২৬৮জন সহ জেলায় মোট ১১১৯জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে শিবগঞ্জের ৮০জন সহ মোট ৬৪১জন। তারমধ্যে আর টি পিসিআর ১৮৮জন এবং র‌্যাপিড আন্টিজেন ৪৫৩জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৫জন।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী।

গোয়াইনঘাটে দশ লক্ষ টাকা ছিনতাইকারী ফখরুল পুলিশের খাঁচায় বন্দী। 

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দল

টিকে থাকার লড়াইয়ে স্বপ্ন দেখাচ্ছে পাইকগাছায় ভেনামি চিংড়ীর পাইলট প্রকল্প

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ঈশ্বরগঞ্জে নবনির্বাচিত চেয়ারম্যান হয়েছেন যারা

সরকারকে বিদায় নিতেই হবে: খন্দকার মোশাররফ

প্রভাবশালীদের খাল দখলে ১৫ বছর অনাবাদি ২ হাজার একর তিন ফসলী জমি

বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় অটোচালক গ্রেফতার

Design and Developed by BY AKATONMOY HOST BD