রূপসা প্রতিনিধি: বাংলাদেশের সামুদ্রিক, অর্থনৈতিক জলসীমায় মাছের প্রজনন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন মাছ ধরা হতে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম গত ৩০ মে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত রূপসা উপজেলার ৩ টি ইউনিয়নে যথাক্রমে আইচগাতী, নৈহাটি ও টিএসবি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস সকল মৎস্যজীবীদের মাঝে উল্লিখিত সময়ে মৎস্য পোনা সংরক্ষনের জন্য নদী, খাল সহ সকল সরকারী জলাশয়ে মাছ শিকার না করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন আইচগাতী ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আ: গফুর খান, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সা: সম্পাদক রাজিব দাস টাল্টু, প্যানেল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ হালদার, ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি শামিম বাবু, ইউপি সদস্য খন্দকার শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় টিএসবি ইউনিয়নে ১১০ জন, নৈহাটি ইউনিয়নে ১৪৯ জন ও আইচগাতী ইউনিয়নে ১৯৪ জন মৎস্য শিকারীর মাঝে ৫৬ কেজি করে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ করা হয়।