দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে একশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। গত ২২ শে জুন বুধবার সদর থানাধীন বাদুরতলার প্রেসপট্টি এলাকা হতে বগুড়া ডিবির ইনচার্জ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চলাকালে দুজন কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একশ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। দুজন আসামী হলেন ১. মোঃ রফিকুল ইসলাম (২৭) ও ২. মোঃ আসিফদ্দৌলা তানা ওরফে অনি। এরা উভয়েই সদর থানাধীন কাটনার পাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ আসিফদৌলা তানা ওরফে অনির বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা রয়েছে। পুলিশ জানায়, সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।