ভ্রাম্যমাণ সংবাদদাতা,বগুড়াঃ বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের কোমল মিয়ার শিশু সন্তান আতিক হাসান (৫) বন্যার পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ডুবুরী দলের সদস্যরা আতিক হাসানের মরদেহ উদ্ধার করেছে। জানা গেছে , শিশু আতিক হাসান (৫) বড় ভাই আরাফাত হাসানের(৯) সাথে বুধবার দুপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি করে ব্যর্থ হয়ে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পর্যন্ত চেস্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার রাজশাহী থেকে ডুবুরী দলের সদস্যদের আনা হয়। তারা খোঁজাখুজি করে শিশু আতিক হাসানের লাশ উদ্ধার করেছে।