জেলা প্রতিনিধি : বাগেরহাটে করোনা শনাক্তের হার বেড়েছে। গত তিন দিনের নমুনা পরীক্ষা অনুযায়ী করোনা শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে ৬৭ শতাংশে। এরমধ্যে সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৮ জুন) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, বাগেরহাটে কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে ১৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নমুনা পরীক্ষা বৃদ্ধি পেলে আক্রান্তের সংখ্যাও বাড়বে। এই অবস্থায় সবাইকে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। এদিকে সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নানা উদ্যেগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম বলেন, করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদের ৬টি নির্দেশনা পেয়েছি। নির্দেশনা অনুযায়ী জেলার গুরুত্বপূর্ন স্থানে মাস্ক বিতরণসহ জনসচেতনা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ শুরু হয়েছে। এছাড়া সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে, যেন সকল মানুষ মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে চলে।