কাকনঃ চলছে করোনা মহামারী দ্বিতীয় ঢেউ, জনপ্রশাসন মন্ত্রী কে প্রথমে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সব ধরনের যানবাহন বন্ধ তো থাকবেই, সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ রাখার কথা বলা হয়েছে। সীমিত আকারে কাঁচাবাজার খোলা থাকলেও সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। আর খাবার রেস্তোরাঁ খোলা থাকবে শুধু খাবার কিনে নেয়ার জন্য।
সব ধরনের অফিস বন্ধ। তবে এবারও পোশাক কারখানা খোলা থাকছে। ব্যাংক শুরুতে বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।চিকিৎসা, পানি, বিদ্যুৎ, গ্যাসসহ জরুরি সেবা চালু থাকবে । চালু থাকবে সংবাদমাধ্যম।লকডাউনে সাধারণের জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের জন্য ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। অ্যাপস-এর মাধ্যমে এই পাসের জন্য আবেদন করতে হবে। অ্যাপসটি এরইমধ্যে চালু হয়েছে।
চালুর পর প্রতি মিনিটে গড়ে ১৫ হাজার করে আবেদন হচ্ছে। কিন্তু চুয়াডাঙ্গায় দেখা গেছে এর ব্যতিক্রম, রাস্তায় চলাচল করতে লাগছে না কোন মুভমেন্ট পাস, চুয়াডাঙ্গার প্রধান শহর বড় বাজার সেখানে সকালের প্রথমভাগে পুলিশ দেখা গেলেও দুপুরের পর থেকে আর পুলিশি টহল দেখা যায়নি, সাধারণ মানুষ যে যার ইচ্ছা মত চলাফেরা করছে, তবে জরুরি পণ্য, ফার্মেসি ও খাবারের দোকান ব্যতীত সকল প্রকার দোকান এবং মার্কেট বন্ধ রয়েছে ।