মোঃ মনিরুজ্জামান : কুমিল্লার হোমনায় সরকারী নির্দেশ অনু্যায়ী ১৪ই এপ্রিল থেকে লকডাউন কার্যকর ভূমিকায় কোঠর অবস্থানে হোমনা উপজেলা প্রশাসন ( নির্বাহী অফিসার) রুমন দে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার ( হোমনা – মেঘনা সার্কেল) মোঃ ফজলুল করিম। আজ বুধবার করোনা সংক্রমন রোদে বিভিন্ন বাজারে জনসমাগমনা হওয়া গাড়ি চলাচল এবং দোকানবন্ধ রাখার জন্য অভিযান চালান,
এ দিকে হোমনা থানা অফিসার্জ ইন চার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ লকডাউন কার্যকর করার লক্ষে মাঠে ঘাঠে বিভিন্ন কৌশল অবলম্বন করে তার ফোর্সদের নিয়ে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে হোমনা থানাকে জনসমাগম শূন্যে স্থানে রেখেছেন।
অপরদিকে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা – মেঘনা সার্কেল) মোঃ ফজলুল করিম মানুষের কাছে গিয়ে অত্যান্ত সুন্দরভাবে মানুষকে ভালবাসা দিয়ে বুজিয়ে পুরো হোমনা কে জনসমাগম শূন্য স্থানে রেখে প্রমান করেছেন ভালবাসার কাছে সব পরাজিত। তাই যেখানেই হোমনা থানার প্রতিটি জায়গায় মোঃ ফজলুল করিম এর প্রশংসা শুনতে পাই।
এদিকে হোমনা উপজেলার বিভিন্ন বাজার , রাস্তার মোড়, গ্রামগঞ্জে র অলিগলি ঘোরাঘুরি করে স্থানীয় জনগণ মোঃ আক্কাস ,কবির, মোঃ দালিম দৈনিক দেশ সেবা পত্রিকার হোমনা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান কে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বিভিন্নভাবে যেমন মাইকিং, প্রচার প্রচারনা, মোবাইল কোট ইত্যাদির মাধ্যমে প্রশংসনীয় হয়েছেন লকডাউন বাস্তবায়নের ক্ষেত্রে । তিনি সর্ব ক্ষেত্রে জনগণ কে সহযোগিতা করার কথা বলেন।