সফিকুল ইসলাম রিংকু: মতলব উপজেলা প্রেসক্লাবের ২০২১ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন মোঃ শহীদুজ্জামান সরকার, ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: আশিকুর রহমান। গত সোমবার বিকেলে মতলব উপজেলা প্রেসক্লাবের কমিটির এক সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১সদস্যের ওই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
মতলব উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার সভাপতিত্বে মুন্সিরহাট উত্তর বাজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্যরা কার্যকরী সদস্য হলেন হলেন- মোঃ সফিকুল ইসলাম, মো:জসিম উদ্দিন, মেহেদি হাসান, সাইফুল ইসলাম, শাহাদাত মিজি, আব্দুল আওয়াল নয়ন,ফয়সাল আহমেদ, টিপু দুলাল, নাজির উদ্দিন, আরিফুল ইসলাম, আরিফ খান, লতা হাওলাদার, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও অ্যাডভোকেট মনির হোসেন ঢালী কে আইন উপদেষ্টা রেখে। এই সময় সকল সাংবাদিকদের সম্মুখে স্বাক্ষরিত কমিটি ঘোষণা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান, এবং পরবর্তী আলোচনায় সবা মিটিংয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এ সময় কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার বলেন। দেশের এই ক্রান্তিলগ্নে সাংবাদিকদের পাশে দাড়ানোই এখন আমাদের উদ্দেশ্য। সাংবাদিক কল্যাণই আমাদের অঙ্গীকার” স্লোগান কে সামনে রেখে বিভিন্ন এলাকার পিছিয়ে পরা ও নির্যাতিত সাংবাদিকদের এগিয়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত সাংবাদিকদের সাহায্য করার লক্ষে গঠিত হয়েছে “ আমাদের এই মতলব উপজেলা প্রেসক্লাব । সাংবাদিকদের অধিকার নিশ্চিতকরণে কাজ করবো এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলবো সবার মাঝে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, স্বাধীনতার স্বপক্ষে আমাদের বৃহৎ এই মতলব উপজেলা প্রেসক্লাব । এ প্রতিষ্ঠানটি আমাদের সকল সাংবাদিকের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি ও সুবিধা ও অসুবিধা নিয়ে কাজ করে।