মঙ্গলবার , ৩০ আগস্ট ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

দেশে ফিরলো ভারতে আটকে পড়া দুই ট্রলারসহ ৮৮ জন জেলে

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
আগস্ট ৩০, ২০২২ ৫:৫২ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি)’র উদ্যোগের ফলে ভারতে আটকে পড়া শাহ- আমানত ও সোনার মদিনা- ২ নামের দুইটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। গতকাল সোমবার সন্ধা ৬ টার দিকে ভারতীয় কোস্ট গার্ড ও-ই জেলেদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বলে জানিয়েছেন এফভি সোনার মদিনা-২ ট্রলারের মাঝি শাহ আলম। শাহ আলম মুঠোফোনে বলেন। ওই সময় তারা মোট ৮৮ জনকে মুক্তি দেন।তাদের মধ্যে কুতুবদিয়ার ২৯ জন, মহেশখালীর ২৭ জন এবং বাঁশ খালীর ৩২ জন জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পরে পরিবারের সদস্যরা দেশে ফেরার সংবাদ শুনে জেলে পরিবারগুলোতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কুটনৈতিক তৎপরতায় কলকাতাস্হ বাংলাদেশ দূতাবাসের উপ- কমিশনারের সার্বিক সহযোগিতায় বিজিবি দ্রুততম সময়ে সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের মাধ্যমে কলকাতা বারুই পুর কেন্দ্রীয় সংশোধনাগারে আটক ৮৮ জন বাংলাদেশি জেলেকে মাতৃভূমি বাংলাদেশে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের প্রতিনিধি, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার, শ্যামনগর থানা, স্হানীয় প্রতিনিধি ও কক্সবাজার জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য,  চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ঘন কুয়াশার কারণে ট্রলারসহ ওই ৮৮ জন বাংলাদেশি জেলে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে আটক করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে প্রেরণ করে। পরবর্তীতে আইনি সকল প্রক্রিয়া শেষে সোমবার তারা স্বদেশ প্রত্যাবর্তন করলো।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY AKATONMOY HOST BD