ঝিনাইদহ সদর পৌরসভার নবনির্বাচিত পৌর পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এ সময় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, নয়টি ওয়ার্ড এ নয় জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে তিন জন মহিলা কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
উল্লেখ্য যে, গত ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪৭ কেন্দ্রের সব কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৮২ হাজার ৬৯৫ জন। সুষ্ঠভাবে ভোট গ্রহনের লক্ষ্যে এবারই প্রথম পৌর এলাকার ৪৭ কেন্দ্রে ৪৭ জন নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়। এছাড়া ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। চলতি বছরের ১৫ জুন এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক সংঘর্ষ, আচরনবিধি লঙ্ঘনসহ নানা কারনে নির্বাচনের মাত্র ৩ দিন আগে স্থগিত ঘোষনা করে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, প্রথম শ্রেণির এ পৌরসভায় নির্বাচিত হয়ে এক মেয়াদে দির্ঘ ১১ বছর দ্বায়িত্ব পালন করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু। সর্বশেষ ২০১১ সালের ১৩ মার্চ এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬ সালের এপ্রিলে মেয়াদ শেষ হলেও মামলা সংক্রান্ত জটিলতায় নির্বাচন হয়নি। দির্ঘ ১১ বছর পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক আদেশে ২০২১ সালে ২৪ নভেম্বর পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়।