বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নওগাঁর বদলগাছীতে গ্রাহকদের প্রলোভন দেখিয়ে ই-কমার্স প্রতিষ্ঠানের নামে অর্থ আত্মসাৎ

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৫, ২০২১ ৮:০৪ অপরাহ্ণ

রহমতউল্লাহঃ নওগাঁর বদলগাছীতে গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্ধলক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আমার বাজার নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় আমার বাজার ই-কমার্সের গ্রাহক মতিউর রহমানসহ আরো কয়েকজন বাদী হয়ে মঙ্গলবার(১৩ এপ্রিল) রাতে চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে বদলগাছী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করে।
আসামীরা হলো বদলগাছী থানার ইসলাম আলীর ছেলে আরাফাত হোসেন ওরফে স্বাধীন(২৪), নওগাঁ সদর থানার রজাকপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে হারুন অর রশিদ(২৪), একই গ্রামের আবতাব হোসেনের ছেলে আহসান হাবীব(২৯), ঢাকার নয়াপল্টন থানাধীন সিদ্দিকুর রহমানের ছেলে মাসুদুর রহমান(৫৩) এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।
এজাহার ও ভূক্তভোগী গ্রাহকদের কাছ থেকে জানা যায়, প্রায় চার মাস আগে বদলগাছী সদরের মাস্টারপাড়ার আজাদ হোসেনের বাড়িতে আমার বাজার ই-কমার্স নামের একটি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম শুরু করে। তারা গ্রাহকদের কাছে তেল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনলাইনে সরবরাহ করার নাম করে টাকা নেয়। গ্রাহকভেদে ৩০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা অনলাইনে পণ্য সরবরাহ করার কথা বলে নেয়। এসব গ্রাহক যদি নতুন গ্রাহক সংগ্রহ করতে পারে তবে তারা দৈনিক ১ হাজার টাকা পারিশ্রমিক পাবে বলে প্রলোভন দেখায়। বছর শেষে প্রত্যেকের লাভের হিসেব করে দেশের বাহিরে অথবা কক্সবাজার ভ্রমণ করতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এসবের কোনটায় বাস্তবায়ন হয় না।
সদর ইউপির গোরশাহী গ্রামের নবম শ্রেণিরর ছাত্র ভুক্তভোগী গ্রাহক মতিউর রহমান বলেন, পণ্য দেওয়ার নাম করে আমার কাছ থেকে ১৬০০ টাকা নেয়। এবং নতুন গ্রাহক সংগ্রহ করে দিলে প্রতিদিন ১ হাজার টাকা বেতন দিবে বলে জানায়। আমি নতুন গ্রাহক সংগ্রহ করে দিই কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে গেলেও কোনো পণ্য বা পারিশ্রমিক কোনোটিই পাইনি। তাই বাধ্য হয়ে থানায় মামলা করি। ভুক্তভোগী গ্রাহক ঝর্ণা জানায়, বেশি টাকা ইনভেস্ট করলে বিদেশে ঘুরতে নিয়ে যাবে। তাই আমি ১৯ হাজার টাকা ইনভেস্ট করি। কিন্তু কিসের টাকা, কিসের বিদেশ সফর কিছুই নেই।
এছাড়াও ভুক্তভোগী রিমন, রাতুল, হৃদয়, সাকিব জানায়, তাদের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছে। কিন্তু আমরা কিছুই পাইনি। আমার বাজার ই-কমার্স গ্রুপের পরিচালক মাসুদুর রহমান বলেন, যারা প্রতারণা করেছে তারা আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারি নয়, তারা গ্রাহক। আমাদের কম্পানির নিয়ম হচ্ছে একজন গ্রাহক অন্য গ্রাহককে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করলে বিক্রয়লব্ধ পণ্যের লাভের একটা অংশ প্রথম গ্রাহক পাবে। কিন্তু তারা টাকা কীভাবে নিয়েছে সেটা আমি জানি না। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় কঠোর নিষেধাজ্ঞার লকডাউন

স্মার্ট বাংলাদেশ গড়তে নিরাপদ খাবার নিশ্চিতের বিকল্প নেই: খাদ্যমন্ত্রী

ময়মনসিংহ ডিবি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ০৩ মাদক ব্যবসায়ী

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১২

সুপাতের দুই শিশু সন্তান ও প্রতিবন্ধী স্ত্রীর এখন কোথায় দাঁড়াবে?

পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা অসীম কুমারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

কাহালুতে উদ্ধার হওয়া ৬২৩ শতক সরকারি খাস সম্পত্তিতে ১০৭ গৃহহীন পরিবারের ঠাই

খারঘর গণকবরে দর্শনার্থীদের জন্য সুসজ্জিত বিশ্রামাগার উদ্বোধন

কলাপাড়ায় ইয়াসে ক্ষতিগ্রস্ত দুইশত পরিবারের পাশে প্রথম আলো বন্ধুসভা।

বিদ্যুৎ নিয়ে হয়রানি ; ব্যাহত হচ্ছে ধান উৎপাদন, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

Design and Developed by BY AKATONMOY HOST BD