মারুফ হাসানঃ কালীগঞ্জ উপজেলার জামালপুর নারগানা গ্রামে স্বামীর গৃহে ফিরে যাওয়ার দাবি করাতে শাহিনা নামের এক নারী নির্যাতনের শিকার হয়েছে । জানা গেছে শাহিনার এর আগে একটি বিয়ে হয়েছে সেখান শাহিনার সংসারের একটি ছেলে সন্তান আছে ।
প্রথম স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর বর্তমান স্বামীর রনি এবং শাহিনা নিজেদের মতামতের ভিত্তিতেই তাদের বিয়ে হয় । বিয়ের কিছুদিন পর থেকেই তাদের সংসারে নেমে আসে নানা বিষয় নিয়ে মনোমালিন্য এবং প্রায় সময় ঝগড়া লেগে থাকে সংসারে । রনি প্রায় সময় শাহিনার গায়ে হাত তুলে বলে অভিযোগ করেন শাহীনা ।
এ ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় প্রায় সময় শাহীনাকে মারধোর করে রনি । শাহিনার মা বলেন রনি প্রায় সময় শাহিনার গায়ে হাত তোলে । শাহিনার ছোট বোন আরো জানায় কিছুদিন আগে শাহীনাকে নির্যাতন করার পর শাহীনাকে হাস্পাতালে ভর্তি করতে হয়েছিল । শাহিনা নির্যাতন সহ্য না করতে পেরে গাজীপুর জেলা আদালতে একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন ।