মিনহাজ উদ্দিন, ধুনট উপজেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ১০ ইউনিয়নের মোট ৪ হাজার ৩২০ জন প্রান্তীক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে সারবীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ধুনট পৌরসভা মেয়র এ জি এম বাদশাহ্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম, আওয়ামীলীগ নেতা গোলাম সোবহান, শরিফুল ইসলাম খান, উপজেলা যুবলিগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।
উল্লখ্যে ১০ ইউনিয়নের মোট ৪৩২০ জন কৃষকের মাঝে জনপ্রতি বিনামূল্যে গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০, কেজি, সরিষা বীজ ১ কেজি, ভুট্টা বীজ ২ কেজি করে বিতরণ করা হয়।