বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

রংপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
নভেম্বর ২৪, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

নুরুন্নবী নুরু, রংপুর প্রতিনিধি: রংপুরে কিশোরী ধর্ষণ মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া ওই মামলায় খালাস পেয়েছেন চারজন।এ রায় ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ। কিশোরী ধর্ষণ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবকের নাম মিঠুন শেখ ওরফে সবুজ। তিনি বদরগঞ্জ উপজেলার শেখেরহাট এলাকার বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান লাইজু দৈনিক দেশসেবাকে এসব তথ্য নিশ্চিত করেছন। মামলার এজাহারের বরাতে তিনি জানান, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে ২০২০ সালের ৭ ডিসেম্বর ১৬ বছরের ওই কিশোরীকে বাড়ির পাশের পুকুর পাড়ে ডেকে নেয় সবুজ। পরে ওই কিশোরী ওই শুকনো পুকুরের নেমে তাকে ধর্ষণ করে সবুজ। এ ঘটনায় একই বছর ১১ ডিসেম্বর ওই কিশোরীর বাবা তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। চলতি বছরের ২৯ মে সবুজসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্ত কর্মকর্তা মমতাসির হাসান মাসুম। ৩০ আগস্ট মামলার চার্জশিট গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে ট্রাইব্যুনাল। এ মামলায় বাদী ও তার পরিবারসহ ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD