মনিরুল ইসলামঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় আনোয়ারা নিউজ পোর্টাল পরিচালনাধিন স্বপ্নবাজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিজ অর্থায়নে এলাকার গরীব ও অসহায় জনসাধারণের মাঝে রোজার শুরু থেকেই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। স্বপ্নবাজ সংগঠন আনোয়ারায় বরুমচড়া,রায়পুর,সরেঙ্গা,গহিরা ও পরুয়াপাড়া এলাকায় শ্রমজীবী, অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেছেন স্বপ্নবাজ নামের এ সংগঠনটি।
গত ১৩ তারিখ থেকে ১৫ তারিখ তিন দিনে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ ইফতার বিতরণ সম্পন্ন করেন।সংগঠনের পরিচালক এএইচএম নিজাম চৌধুরী বলেন স্বপ্নবাজ একটি মানবিক সংগঠন, এ সংগঠনের মাধ্যমে আমরা চাই অসহায়, দরিদ্র মানুষকে কিছুটা উপহার দিয়ে আমরা স্বপ্নবাজ সংগঠন পাশে থাকতে চাই। ইফতার হিসেবে ছিল ছোলাবুট, পিয়াজ, তৈল,আলু,চিনি, লাল সেমাই বিতরণ করছি। বিশেষ করে আমার সংগঠনের সদস্যরা পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে উপহার সমগ্রী পোঁছে দিয়েছেন।
আমাদের সংগঠনকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমার সংগঠনের উপদেষ্টা পরিষদ, এডমিন,সমন্বয় ও সদস্যরা। পুরো রমজান মাস জুড়েই এ ইফতার বিতরণের আর ইভেন্ট হাতে আছে আমাদের অব্যাহত রাখবেন বলে জানান সংগঠনটির সদস্যরা।