আজাদুল ইসলামঃ সিরাজগন্জের উল্লাপাড়ায় সরকার ঘোষিত লকডাউনে পুলিশ ও জনগনের চলছে লুকোচুরি খেলা। সরকারি সপ্তাহ ব্যাপী লকডাউনের দ্বিতীয়দিনে সাধারণ মানুষ কে সচেতন করতে বৃহঃবার (১৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে সরেজমিনে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) এর নেতৃত্ব একদল পুলিশ সদস্যকে উল্লাপাড়া বাজার,কাঁচাবাজার,শ্যামলীপাড়া,কাওয়াকমোড়,শ্রীকোলা মোড় ঘুরে ঘুরে জনসচেতনতা করতে ও মাস্ক বিতরন করতে দেখা যায়।
তবে লক্ষ্য করা গেছে যে পুলিশ আসার পুর্বে কিছু সংখ্যক দোকান এর একটা সাটার খোলা রেখে ব্যাবসা করতে দেখা যায়।পুলিশ আসার সাথে সাথে দোকান বন্ধ আবার পুলিশ যাবার পর পরই খোলা।এ যেন চলছে এক ধরনের লুকোচুরি।পাশাপাশি পোশাকের দোকান তেমন খোলা না থাকলেও দোকানদারদের ঠিকই দোকানের সামনে অবস্থান করতে দেখা গেছে।মানুষের চলাচলও ছিলো চোখে পরার মত।এবিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) বলেন,আমরা আমাদের সাধ্য অনুযায়ী জনগনকে সচেতন করা ও বিনা প্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।আমরা জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করছি।