বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

কালিয়াকৈরের মোল্লা পাড়ায় দোকানে হামলা করে মালামাল লুট

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৫, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

সালাহ উদ্দিন সৈকত : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মোল্লা পাড়া এলাকায় বুধবার রাতে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একদল চাঁদাবাজ তিন দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এসময় হামলাকারীদের বাধা দিলে একজনকে পিটিয়ে আহত করে।হামলাকারীরা হামলা চালিয়ে রড সিমেন্টের দোকানের ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও পাশের মুদি দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় দোকান মালিক নিজাম উদ্দিনের মেয়ে জুলি আক্তার বাদী হয়ে পাঁচ চাঁদাবাজের নামে একটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও বাদীর এজাহার সূত্রে জানা যায়,উপজেলার চান্দরা মোল্লা পাড়া এলাকায় পিচ্চি আকাশের দলের সদস্য ইমন (২৭),রাব্বী হোসেন (২৫)জণ্টু মিয়া (২৭),পিংকু মিয়া (২৬) দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো নিজাম উদ্দিনের কাছে।তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাব্বীর নেতৃত্বে ৩-৪ জন চাঁদাবাজ বুধবার তারাবির নামাজের পর নিজাম উদ্দিন ভান্ডারীর দোকানের সামনে গিয়ে চাঁদা দাবি করে। এসময় তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা দোকানে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এসময় পাস্তা মিয়া নামের একজন বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে।পরে রড সিমেন্টের দোকানের ক্যাশে থাকা ৩ লাখ টাকা ও কিছু মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে আশপাশের  লোকজন ঘটনাস্থলে এসে আহতকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।নিজাম উদ্দিন ভান্ডারীর মেয়ে জুলি আক্তার বাদী হয়ে জেলে থাকা পিচ্ছি আকাশসহ ৪ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন।মামলার বাদী জুলি আক্তার জানান,আমাদের কাছে ভয়ংকর পিচ্ছি আকাশের লোকজন পাচঁ লাখ টাকা চাঁদা দাবি করে।তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে বুধবার রাতে এসে তিনটি দোকানে ভাঙচুর করে।ক্যাশে থাকা নগদ ৩ লাখ টাকা লুট করে এবং আরো কিছু মালামাল নিয়ে যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল মোল্লা জানান,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD