শফিকুল ইসলাম (সোহেল): ডামুড্যায় ভুয়া ডেন্টিস্ট আটক দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডামুড্যা বাজারের মেসার্স আরোগ্য নিকেতন হল থেকে মো.শাজাহান নামে এক ভুয়া ডেন্টিস্ট কে আটক করে ভ্রাম্যমাণ আদালত । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া আরও ৬ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৯০০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়।
বৃহস্পতিবার ডামুড্যা উপজেলা ডামুড্যা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা মর্তজা আল মুঈদ ও ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ ফারুক আল ইসলাম ।ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তজা আল মুঈদ জানান, আটক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিল। এমন অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে উপজেলার ডামুড্যা বাজারের মেসার্স আরোগ্য নিকেতন থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড দেয়া হয়।