জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পোষ্টার ছেঁড়া ও অপসারণের অভিযোগ উঠেছে জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতিকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন রোববার(১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ অভিযোগ করেন। লতিফুর রহমান মিলন বলেন, কৃষিভিত্তিক আধুনিক নগরী গড়তে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে হাতি প্রতিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। তাতে ব্যাপক সাড়া দিচ্ছে নগরবাসী।
এতে ঈশ্বানিত হয়ে কয়েকদিন ধরে রাতের আধাঁরে তার পোষ্টার এবং পোষ্টারের মালার সুতলি কেটে দেয়া হচ্ছে। এতে প্রায় ১০ হাজার পোষ্টার নষ্ট হয়েছে। এ বিষয়ে অভিযোগের তীর তার নির্বাচনে প্রধান প্রতিপক্ষ লাঙ্গল প্রতিকের বিরুদ্ধে। লাঙ্গল প্রতিকের মেয়র প্রার্থীর কর্মী সমর্থকরা এ কাজটি করতে পারেন বলে ধারণা তার। তিনি আরো বলেন, এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের পর এখনও দৃশ্যমান কোন একশন নেয়া হয় নাই। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে উদ্যোগ নিবেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পুন্ন হবে প্রত্যাশাও করেন তিনি।
এদিকে জাতীয় পার্টি মনোনিত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ অস্বীকার করে বলেন, লতিফুর রহমান মিলনকে কাউন্ট করার সময় আছে। কি দরকার অন্যের পোষ্টার ছেঁড়া কিংবা অপসারণের। এটি ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সুনির্দিষ্ট কারো নামে অভিযোগ নেই। তবে বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। উল্লেখ্য আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটির নির্বাচন হবে। ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন। এই নির্বাচনে মেয়র পদে নয়জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৬৭ জন, সাধারণ কাউন্সিলর আসনের ১৭৯ জনসহ মোট ২৫৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১২ সালের ২৮ জুন পৌরসভা থেকে ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। ওই বছরের ২০ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।