শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

দিনাজপুরে বেড়েছে সরিষার আবাদ

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
জানুয়ারি ৭, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি: আম লিচুতে ভরপুর জেলার নাম দিনাজপুর। দিনাজপুর কৃষি বিভাগের এমন স্লোগান সারা ফেলেছে কৃষি উৎপাদনে। খাদ্যশস্যে ভরপুর দিনাজপুর জেলাতে এবারে গেল বারের তুলনায় দেড় গুণ জমিতে বেশি আবাদ হয়েছে সরিষার। দেশি জাতের সরিষা সহ বারি জাতের সরিষার আবাদের ফলে লাভবান এখানকার কৃষক। জেলার ১৩ টি উপজেলা পরিণত হয়েছে হলুদের অপরূপ অভয়ারণ্যে। দিনাজপুর বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর এলাকার সরিষা চাষী আব্দুল মোতালেব বলেন, গেল বারে এক বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলাম। দামও বেশ ভালই পেয়েছি। বাজারে তেলের দাম বেশি হওয়ায় উৎপাদিত সরিষা থেকে তেল উৎপাদন করে সেই তেল নিজেই ব্যবহার করেছি।
এতে করে দুই দিক থেকে লাভবান হয়েছি। বিরল উপজেলার মাধববাটি গ্রামের কৃষক মোকসেদ আলী বলেন, গেল বারে বাজারে সরিষার বেশ দাম পেয়েছে কৃষকরা ।এজন্য এবছর আমিও ৪৫ শতাংশ জমিতে চাষ করেছি বারি জাতের সরিষা। ফলনও হয়েছে বেশ ভালো ।আশা করছি লাভবান হব। বিরল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম বলেন, গেল বাড়ে তুলনায় বিরল উপজেলায় দ্বিগুণ সরিষার আবাদ হয়েছে। গেল বারে আবাদ হয়েছিল ১ হাজার ২৪৫ হেক্টর জমিতে এবার আবাদ হয়েছে প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে। ফলন বেশ ভালো হয়েছে ।আশা করছি কৃষকরা সরিষা চাষ করে লাভবান হবে। এদিকে সরিষার হলুদ মাঠ দেখতে অবসরে গ্রামেগঞ্জে ছুটে যাচ্ছেন শহুরে মানুষেরা।
উপভোগ করছেন সরিষা ক্ষেতের অপরূপ সৌন্দর্য। দিনাজপুর শহরের একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষিকা আয়েশা খাতুন বলেন, শহুরে পরিবেশে মন অনেক সময় খারাপ থাকে। এ অবস্থা থেকে নিরসনের জন্য বাংলার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গ্রামে এসেছি। সরিষা ক্ষেতের অপরূপ হলুদ রঙ দেখে মুগ্ধ আমি। জেলা সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি জলিল আহমেদ বলেন, আমরা হয়তোবা পরমাণু বোমা বানাতে পারবো না। তবে আমরা খাদ্য বোমা বানাতে সক্ষম। সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিলেই কৃষিজ কোন পণ্যই আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হবে না। এদেশের কৃষক সব ধরনের শস্য উৎপাদনের সক্ষম।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (খাদ্যশস্য) মোঃ খালেদুর ইসলাম বলেন, গেল বছর দিনাজপুরে সরিষার আবাদ হয়েছিল ১৫ হাজার হেক্টর জমিতে। সরকারিভাবে বিভিন্ন প্রণোদনা দেওয়ায় বেড়েছে সরিষার আবাদ। এবার দিনাজপুরে সরিষার আবাদ হয়েছে ২২ হাজার ৭৪০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ফলনের লক্ষ্যমাত্রা ১.৬ মেট্রিক টন। সে হিসাবে এ বছর দিনাজপুর জেলায় প্রায় ৩৫ হাজার মেট্রিক টন সরিষার ফলনের আশা করছেন তারা। এদিকে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঘোষণা দিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের মোট ভোজ্য তেলের চাহিদার ৫০ শতাংশ দেশেই উৎপাদিত হবে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD