জি, এম, হাসান আল মাহমুদঃ করোনা ভাইরাসের বিস্তার রোধে দ্বিতীয় দফায় দেশে সর্বাত্মক লকডাইন শুরু হয়েছে। খুলনায় লকডাউনের দিতীয় দিনে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে জন চলাচল একটু বেশি করছে। কিছুকিছু দোকান পাট যে গুলা ব›ধ রাখার কথা সে সব দোকান গুলো এক সাটার করে খোলা রেখে কেনা বেচা করছে দোকানদাররা।
পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান গুলো সাটার তারাতারি বন্ধ করে দিয়ে সরে পড়ছে দোকানদাররা এ যেন চোর পুলিশ খেলা চলছে। নগরীর খালিশপুর এলাকায় এ রকম চিত্র চোখে পড়ছে। দিতীয় দিনেও খুলনার দৌলতপুর মোড়, নতুন রাস্থার মোড়, বয়রা বাজার, শিববাড়ী মোড়, সোনাডাঙ্গা বাস স্টান্ড, গল্লামারী মোড়, ডাক বাংলা মোড়, রয়েল মোড়, রুপসা বাস স্টান্ড এর সর্বত্র খুলনা জেলা প্রশাসন ও পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে।
এছাড়া বাহিরের জেলা থেকে আগত কোন জনগনকে খুলনাতে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। গতকাল বুধবার ( ১৪ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল খুলনা জেলা প্রশাসন। এই লকডাইনে খুলনা জেলা জুড়ে অভিযান পরিচালনা করে ৮৫ টি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।