শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পন্য’সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় তাদেরকে আটক করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২,৫২,৭০০ টাকা।
আটক ব্যক্তিরা হলো, বেনাপোল ছোট আচঁড়া গ্রামের আব্দুর সাত্তারের ছেলে রবিউল ইসলাম রবি (২৮) ও বড় আঁচড়া (গেটপাড়া) গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মিনারুল ইসলাম কাজল (২০)।পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য নিয়ে আসার সময় বেনাপোল বড় আঁচড়া এলাকা থেকে তাদের আটক করে। বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের নামে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।