বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

যৌন হয়রানীর প্রতিবাদ করায় নানীর হাত ভেঙ্গে দিয়েছে লম্পট যুবক

প্রতিবেদক
এইচ এম ওবায়দুল হক
এপ্রিল ১৫, ২০২১ ১১:১৩ অপরাহ্ণ

এস এম নিয়াজ মোর্শেদঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে ১১ বছরের এক শিশুকে যৌন হয়রানী করার প্রতিবাদ করায় ওই শিশুর নানীকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লম্পট যুবক রুবেলকে গ্রেফতার করেছে। অভিযোগে জানা যায়, উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা এলাকার আফজাল হোসেনের ছেলে মো. রুবেল (২৮) এলাকায় অসংখ্য নারী কেলেংকারী ঘটনার সাথে জড়িত।

বুধবার রুবেল প্রতিবেশির ঘরে বেড়াতে আসা অশ^ত্থকাঠী এলাকার ১১ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে শিশুটি ডাকচিৎকার দিয়ে দৌড়েপালিয়ে যায়। পরে শিশুটির মুখে ঘটনাটি শুনে এর প্রতিবাদ করে শিশুটির নানী রুশিয়া বেগম। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল শিশুর নানীকে পিটিয়ে তার হাত ভেঙে দেয়। এ ব্যাপারে নানী রুশিয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ লম্পট রুবেলকে গ্রেফতার করেছে।

 

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন মামলা দায়েরের বিষয়ে নিশ্চিত করে জানান, শিশুটির শরীরে হাত দিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে মামলা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - আলোচিত

Design and Developed by BY REHOST BD