ডেস্ক রিপোর্ট: ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জাকে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেট তারকা সুনিল গাভাস্কার তার হাতে এ পুরস্কার তুলে দেন। স্পোর্টস স্টার নামে একটি ম্যাগাজিন এ পুরস্কারের আয়োজন করে। সানিয়া মির্জা বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন, গত কয়েক মাস ধরে আমার ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে।
আপনারা আমাকে সম্মানিত করায় আমি কৃতার্থ। সানিয়া মির্জা আরও বলেন, আমি যখন ছোট ছিলাম, তখন ভাবতাম— স্পোর্টস স্টার ম্যাগাজিনের কভার পেজে যদি আমার ছবি থাকত। আজ সেই আশা পূর্ণ হলো। প্রসঙ্গত, সানিয়া মির্জা হলেন একজন ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশক উপরে ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী ভারতীয় খেলোয়াড়।
পরবর্তীতে তার একক প্রতিযোগিতায় থেকে তার অবসর গ্রহণের পর থেকে অঙ্কিতা রায়না শীর্ষ স্থান দখল করেন। সানিয়া ১৯৮৬ সালের ১৫ই ডিসেম্বর একজন ক্রীড়া সাংবাদিক ইমরান মির্জা এবং নাসিমার ঘরে ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি এবং তার ছোট বোন আনাম ভারতের অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ এর একটি মুসলিম সম্ভান্ত পরিবারের মধ্যে প্রতিপালিত হন। ব্যক্তি জীবনে সানিয়া মির্জা ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের ঘর আলো করে আসে পুত্রসন্তান ইজহান মির্জা মালিক।