পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বঙ্গোপসাগরে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মার্চ) বিকেলে বলেশ্বর নদী থেকে গভীর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। গত ১৭ ফেব্রুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলার শিকার হয় ভাই ভাই নামে বরগুনার একটি মাছ ধরার ট্রলারের ১৮ জেলে। এ সময় জলদস্যুদের হামলা থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। ঘটনার তিনদিন পর গত ২০ ফেব্রুয়ারি সমুদ্রে ভাসমান অবস্থায় ৪ জেলেকে জীবিত উদ্ধার করেন জেলেরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় এদের মধ্যে একজন মৃত্যুবরণ করেন। এরপর নিখোঁজ ৫ জেলের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয় আজ।নিহত জেলেরা হলেন, কাইয়ুম মাঝি ও আবুল কালাম। এদের মধ্যে কাইয়ুম মাঝির বাড়ি তালতলী উপজেলার চামু পাড়া এলাকায় আর আবুল কালামের বাড়ি বরগুনা সদর উপজেলার রায়ভোগ চৌমুহনী এলাকায়। এ ঘটনায় এখনও নিখোঁজ জেলেরা হলেন, ফরিদ, খাইরুল এবং আব্দুল আলীম। এ বিষয়ে বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সমুদ্রে মাছ শিকাররত জেলেদের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের স্বজনরা সমুদ্রে খোঁজাখুঁজি করে নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করেছেন।’ এ বিষয়ে ভাই ভাই ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ বলেন, ‘এ ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানায় অজ্ঞাত পরিচয়ের ২৫ থেকে ৩০ জনকে আসামি করে আমি একটি মামলা দায়ের করেছি।’
পাথরঘাটায় থেকে গভীর সাগরে গত ১৭ দিন আগে মোঃ ছগির হোসেন কোম্পানির মালিকানাধীন তুফান-২ নামে একটি ট্রলার পাথরঘাটা ১৪ জন ও ভোলার ৩ জন জেলে নিয়ে গভীর সাগরে মাছ ধরা উদ্দেশ্যে যায়। সেখানেই একজেলে অসুস্থ হয়ে পড়ে পরে মাঝির নির্দেশে অসুস্থ ব্যক্তিকে নিয়ে তীরে পাড়ি জমান পথে মধ্যে দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়েন তারা দ্রুত এসে গতকাল বিকাল সাড়ে চারটার দিকে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন ঘাটে আসলে ওখানে বেশি অসুস্থ হয়ে পড়লে ওখানেই তার মৃত্যু ঘটে ওই ব্যক্তিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম আব্দুর রব সাজাল (৫২)তার বাড়ি ভোলা জেলায় ভোলা জেলার তিনজন জেলের ভিতরে তিনি মারা যান। এ নিয়ে পাথরঘাটা গতকাল জেলেদের ভিতরে তিনজনার লাশ ঘটনা করা হয়। এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার বলেন, ‘সমুদ্র থেকে নিখোঁজ দুই জেলের মরদেহের উদ্ধারের খবর আমরা পেয়েছি। এবংপাথরঘাটা সগির কোম্পানি মালিকানাধীন তুফান -২ ট্রলার একজন জেলে অসুস্থ হয়ে মারা। এ ঘটনায় আইনগতভাবে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।