নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত রাত সাড়ে এগারটায় লালপুর উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে তাদের গ্রফতার করে। গ্রেফতারকৃতরা হলেন , রাজশাহী জেলার বাঘা উপজেলার চকনারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী , লালপুর উপজেলার চংধুপইল গ্রামের রিদুয়ান আহমেদ, মোমিনপুর গ্রামের হাসিবুল হাসান শান্ত, মহরকয়া
গ্রামের শামীম হোসেন, ও শুভ আলী ।
র্যাব নাটোর ক্যাম্পের অধিনায়ক অতিঃ পুলিশ সুপার, মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চত করেন। র্যাব জানায় , সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ইং ০১ মার্চ ২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় তথ্য ও প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারণার স্বীকার ভূক্তভোগী আব্দুল মালেক (৩৭), পিতা মুহাম্মদ নুরুল ইসলাম, মাতা-মরিয়ম বেগম, সাং-উত্তর বাসাবো, থানা-সবুজবাগ, জেলা-ঢাকা এর অভিযোগের প্রেক্ষিতে নাটোর জেলার লালপুর থানাধীন বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান পরিচালনা করে । এসময় মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ইমো” হ্যাক করে বিকাশের মাধ্যমে প্রতারণা পূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় অভিযোে মোবাইল সেট-০৭ টিসিমকার্ড-০৯টি, নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ ৫জনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায় অভিযোগকারী আব্দুল মালেক (৩৭) এর বোনের স্বামী মোঃ জাকির হোসেন (৪৫), পিতা-মৃত সালামত শেখ, সাং-শেখদী, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর একজন সৌদি প্রবাসী। গত ১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে অভিযোগকারীর বোনের স্বামীর ইমো আইডি হতে অভিযোগকারীর বোনের ইমো আইডিতে মেসেজ আসে যে তার স্বামী সৌদি আবরে বিপদে আছে তার নগদ অর্থে প্রয়োজন এবং অর্থ প্রেরণের জন্য বিকাশ নম্বর দেয়। ভূক্তভোগী উক্ত মেসেজের প্রেক্ষিতে সরল বিশ্বাসেপ্রেরিত বিকাশ নম্বরে ৫৫,০০০/- টাকা প্রেরণ করে।
পরবর্তীতে কিছু সময় পর ভূক্তভোগী বুঝতে পারে যে, সংঘবদ্ধ প্রতারক চক্র তার স্বামীর ইমো একাউন্ট হ্যাক করে প্রেরিত বিকাশ নম্বরগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। অপরদিকে অভিযোগকারী আব্দুল মালেক (৩৭) এর বোনের স্বামীর ইমো হ্যাংক করে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে অভিযোগ করলে সিসিসি-২ নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযোগকারীর বোনের স্বামীর ইমো হ্যাক করে প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার সেই সংঘবদ্ধ ইমো হ্যাকিং চক্রের ০৫ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতারকৃত আসামীগনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।