ঈশ্বরগঞ্জ সংবাদদাতা ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বৃদ্ধা মহিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।
জানা যায়, উপজেলা হারুয়া গ্রামের চিত্ত রঞ্জন বিশ্বশর্মার স্ত্রী সন্ধা রানী (৫২) ঘরের আড়ার সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতে স্বামী চিত্ত রঞ্জন বিশ্বশর্মার জানান, সকাল ১০টার দিকে তার স্ত্রী তাকে খাবার খাওয়ায়। এরপর তিনি পেশাগত কাজে চলে যান। দুপুর ১২টার দিকে হারুয়া স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী তার নাতি দুর্জয় তার কাছে খবর নিয়ে যায় তার নানি ঘরে দরজা বন্ধ করে ফাঁসিতে ঝুলে রয়েছে।
তারপর দ্রুত বাড়ি ফিরে তিনি ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সুরহত হাল রিপোর্ট অনুযায়ী প্রাথমিক ভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। ডাক্তারি পরিক্ষায় প্রকৃত তথ্য জানা যাবে।