চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে ৫৫পিছ ইয়াবা সহ শ্রী নগর থেকে গতকাল বুধবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত মোঃ আক্তারজ্জামান সুজন (৪০) উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর দাশের বাড়ির মোঃ নুর নবীর ছেলে।
চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আই.সি মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সুজনকে আটক করে চাটখিল থানায় হস্থান্তর করেন। এব্যাপারে সুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।