শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

লালপুরে শিক্ষকের বেতাঘাতে ছাত্রী আহত

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মার্চ ৪, ২০২৩ ১০:৪৫ পূর্বাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সহকারি শিক্ষক গোলাম রাব্বানির বিরুদ্ধে পড়া না পারায় দশম শ্রেণির খাদিজা আক্তার খুশি (১৬) নামে এক ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে উপজেলার রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। আহত ছাত্রী একই এলাকার মৃত আজিজুল ইসলামের মেয়ে। আহত ছাত্রীর পরিবার জানান, দুপুরে সহকারি শিক্ষক গোলাম রাব্বানীর ক্লাসে পড়া না পারা খুশিকে বেত দিয়ে বেধড়ক মারধর করে।
এঘটনায় ওই ছাত্রী বাড়িতে পৌঁছালে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন রক্ত দেখে খুশিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এবিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। বেতাঘাতের কথা স্বীকার করে ওই স্কুলের সহকারি শিক্ষক গোলাম রাব্বানি বলেন, ছেলেমেয়ে গুলোকে মানুষ করতে চেয়েছিলাম। সেজন্য পড়া না পারায় খুশিকে একটু শাসন করেছি। এ বিষয়ে রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। এবং এবিষয়ে ম্যানেজিং কমিটির জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY AKATONMOY HOST BD