শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. অলৌকিক
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আলোচিত
  7. কবিতা
  8. করোনাভাইরাস আপডেট
  9. ক্যাম্পাস
  10. খেলাধুলা
  11. গনমাধ্যম
  12. চাকুরী
  13. জাতীয়
  14. ডেস্ক রিপোর্ট
  15. ধর্ম

নাটোরে আমবাগান থেকে ইজি বাইক চালক যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
মো: সাইদুল ইসলাম সাইদ
মার্চ ৪, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় জাহিদুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বুড়ির বটতলা এলাকার নজরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত একই এলাকার সামাদ আলীর ছেলে। নিহত জাহিদুল ইসলামের স্ত্রী কারিমা বেগম জানান, গতরাত সাড়ে ৯ টার দিকে ফোনে তার স্বামীর সাথে তার কথা হয়।

রাত সাড়ে ১১টার দিকে আবারও জাহিদুল মোবাইলে তার স্ত্রীকে জানান কিছুক্ষণ পর তিনি বাড়ি ফিরবেন। পরে আর তিনি বাড়ি ফেরেননি। রাতে বাজারসহ আশে পাশে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে সকালে প্রতিবেশি জনৈক ইয়াকুবের আম বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে সবাই জানাজানি হলে নিহতের স্ত্রী গিয়ে মরদেহ সনাক্ত করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তাদের এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের সংসার। তবে ইজিবাইক কিনতে ঋন করে টাকা কিস্তিতে তুলেছিলেন। তাদের সাথে কোন শত্রুতা বা ঝগড়া ঝাটিও ছিলনা বলে জানান নিহতের স্ত্রী কারিমা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, নিহতের সঠিক কারণ জানা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলেই এর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে জোর তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আলোচিত

আপনার জন্য নির্বাচিত
Design and Developed by BY REHOST BD