পলাশ উপজেলা প্রতিনিধি:নরসিংদী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা আদর্শ বিদ্যাপীঠ এর প্রাথমিক ভিত্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত জনতা আদর্শ বিদ্যাপীঠ।
বরাবরের মতো এবার ও শিক্ষার্থীরা তাদের শিক্ষাবিস্তারে পলাশ উপজেলায় প্রতিষ্ঠানের সুনাম অব্যাহত রেখেছে। মোট ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১১ জন টেলেন্টপুল ও ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। বৃত্তি লাভ করা শিক্ষার্থীর ৯ জন ছাত্র ও ৬ জন ছাত্রী। প্রতিষ্ঠানের সাবেক ও প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যাপীঠের সুনাম বজায় রাখার জন্য কিশোর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সকল শিক্ষার্থীরা বৃত্তি ফলাফলে আনন্দিত। শিক্ষার্থীরা নরসিংদী পলাশ তথা দেশের সকলের কাছে দোয়া কামনা করেন।