নাটোর প্রতিনিধি: নাটোর শহরের হাজরা নাটোর এলাকায় অগ্নিকান্ডে তিনটি বাড়ি পুড়ে গেছে। এতে কয়েকলক্ষ টাকার ক্সতিসহ ওই বাড়ি তিনটির মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জানা যায় গত রাত সোয়া ৮টার দিকে দুলাল পাহানের বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়।
মুহুর্তেই আগুন পার্শবর্তী সারিত পাহানসহ আরো দুটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়ির আসবাবপত্রসহ টিভি ফ্রিজ ও স্বর্ণালংকার আগুনে পুড়ে যায়্ধসঢ়; । সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম ও এলাকাবাসী আগুন নিভাতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের লোকজন জানান, রান্না ঘরের চুলা অথবা বৈদ্যতিক সর্ট সার্কিট থেকে আগুর লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।