বগুড়া (দুপচাঁচিয়া) প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে জনবলসহ মালামাল গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সাথে প্রত্যাহার করা হয়েছে বিসিবির নিযুক্ত বগুড়ার সকল কর্মকর্তা-কর্মচারিকে। তবে কেন প্রত্যাহার করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গত বৃহস্পতিবার, ২রা মার্চ বিকেলে এসব বিষয় জানিয়েছেন বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের বিসিবির ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী স্টেডিয়াম থেকে বিসিবির দেয়া খেলার যাবতীয় সরঞ্জাম, ফার্নিচার বের করা হয়েছে।
সেগুলো কাভার্ড ভ্যানে উঠিয়ে আজ সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। আমাদের বিস্তারিত কিছু বলা হয়নি। শুধু ভেন্যুর জনবল ও সরঞ্জাম সব কিছু নিয়ে ঢাকায় আসতে বলা হয়েছে। বিসিবির এই জেলা কর্মকর্তা আরও বলেন, মালামাল গোছাতে দেরি হয়ে গেছে। এ জন্য আমরা শনিবারে ঢাকায় রিপোর্ট করব। তবে মালামাল শুক্রবারে পৌঁছে যাবে। স্টেডিয়াম সূত্রে জানা যায়, ২০০৩-০৪ অর্থ বছরে ২১ কোটি টাকায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ভেন্যুতে (ফ্লাড-লাইটসহ) উন্নীত করা হয়।
এই মাঠে আগে থেকেই ভালো মানের পাঁচটি উইকেট (পিচ) রয়েছে। ২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। একই বছরে স্টেডিয়ামটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতিও পায়। কিন্তু অজানা কারণে ২০০৬ সালের পর থেকে এ মাঠে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কোনো খেলা উপভোগ করা দর্শকদের ভাগ্যে জোটেনি। তবে বিভিন্ন সময়ে জাতীয় লিগ, স্থানীয় প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ ক্রিকেট লিগ ও করপোরেট লীগ অনুষ্ঠিত হয়েছে। এসব ম্যাচের সবগুলোই দিনে অনুষ্ঠিত হয়।