উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে” এ প্রতিপাদ্যেকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।গত ২রা মার্চ,২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ের সামন থেকে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে নির্বাচন অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, সুধি সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।